টাকা আয় করবার জন্য মানুষ কত কিছুই না করে।কেউ করে চাকরি,কেউ বিসনেস।ঠিক এমনি একটা অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে অনলাইন ইনকাম। অনলাইন ইনকাম মানে ইন্টারনেট থেকে বা অনলাইন থেকে অর্থ উপার্জন ব্যবস্থা । বর্তমান তথ্য প্রযুক্তির মহাযুগে খুবই আলোচিত একটি বিষয় । প্রাই সবাই নতুন কম্পিউটার কিনার পর ও ইন্টারনেট সংযোগ নেওয়ার পর পরই চিন্তা করে কিভাবে অনলাইন ইনকাম করা যায় … সেইজন্য বিভিন্ন সময় বিভিন্ন জন থেকে পরামর্শ নেন… শুনে ব্যাপারটা খুব সহজ মনে হয়ে যখন মাঠে নামেন তখন বুঝা যায় কি পরিমাণ কষ্ট ও বিরিক্তিকর… এই কষ্ট ও বিরক্তি যারা ধর্য ধরে সহ্য করে কাজ করে গেছে তারাই এই লাইনে সফল হয়েছে … আসলে এই লাইনে অর্থ উপার্জন নির্ভর করে আপনার কঠিন মনোবল অর্থাৎ লেগে থাকা উপর… একাটা কথা মনে রাখবেন অন্যের পকেট থেকে সৎ ভাবে নিজের পকেটে টাকা আনা খুবই কঠিন ব্যাপার … একটা ব্যাপার আমারা কেন আমার চিন্তা করি না আমারা শুধু ভালো মানের একটা জবের জন্য লাইফের ২৫ টা বছর আমারা পরিশ্যম করে যাই …তারপরও হয়তো আমার আমাদের আশানুরূপ ফল পাই না … আর অথচ অনলাইন ইনকাম ক্ষেত্রে আমার একমাসও কষ্ট করতে বা ধর্য ধরতে রাজি না ……